শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

নাইজেরিয়ার বিমান হামলায় ৩৫ জঙ্গি নিহত, ক্যামেরুন সীমান্তে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ১০:০২ এএম

নাইজেরিয়ার বিমান হামলায় ৩৫ জঙ্গি নিহত, ক্যামেরুন সীমান্তে

ছবি- সংগৃহীত

ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়ার বিমান বাহিনী। এতে কমপক্ষে ৩৫ জন 'সশস্ত্র জঙ্গি' নিহত হয়েছে। রোববার (২৪ আগস্ট) সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়, যেখানে জানা গিয়েছিল যে জঙ্গিরা সেনাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল।

নাইজেরিয়ান বিমান বাহিনী (এনএএফ) জানিয়েছে, শনিবার বর্নো প্রদেশের কুমশে এলাকায় চারটি আলাদা লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এনএএফ-এর মুখপাত্র এহিমেন এজোদামে বলেন, অভিযানের পর স্থল সেনাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সম্প্রতি জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় সামরিক বাহিনী এই অভিযান চালাচ্ছে। এই অঞ্চলটি প্রায়ই বোকো হারাম এবং আইএসআইএল-এর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী আইএসডব্লিউএপি-এর হামলার শিকার হয়। সাম্প্রতিক সময়ে এই দুটি গোষ্ঠীই সেনাদের ওপর হামলা বাড়িয়েছে, যেখানে তারা একাধিক সেনা ঘাঁটি দখল করে সৈন্য হত্যা ও অস্ত্র লুট করেছে।

নাইজেরিয়ায় গত ১৬ বছরের সংঘাত ২০১৫ সালের পর কিছুটা কমে এলেও, চলতি বছরের শুরু থেকে আবার হামলা বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং ২০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।