আগস্ট ২৪, ২০২৫, ১০:৩৪ এএম
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার দেশের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতি তার জাতীয় স্বার্থে পরিচালিত হবে। শনিবার (২৩ আগস্ট) ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
জয়শঙ্কর বলেন, ভারতের রাশিয়ান তেল কেনার উদ্দেশ্য কেবল নিজেদের চাহিদা পূরণ নয়, বরং বিশ্ববাজারকে স্থিতিশীল করা। তিনি জোর দিয়ে বলেন, "যদি আপনার ভারত থেকে তেল বা পরিশোধিত পণ্য কিনতে সমস্যা হয়, তাহলে তা কিনবেন না। কেউ আপনাকে তা কিনতে বাধ্য করে না।" তার মতে, ভারত তেল কিনেছে কারণ এটি তেলের দাম স্থিতিশীল করতে সাহায্য করে, যা একই সাথে ভারতের এবং বিশ্বব্যাপী উভয় স্বার্থের জন্যই গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়ে জয়শঙ্কর বলেন, আলোচনা চলছে, তবে ভারতের অবস্থান দৃঢ়। তিনি জানান, তাদের কিছু 'লাল রেখা' আছে যা থেকে ভারত সরে আসবে না। তিনি বলেন, ভারত তার কৃষক ও ছোট ব্যবসার স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প প্রশাসন ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি দিলেও জয়শঙ্কর মনে করেন, মতপার্থক্য সত্ত্বেও দুই দেশের মধ্যে সংলাপের চ্যানেল খোলা রয়েছে।
রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে জয়শঙ্কর বলেন, নয়াদিল্লির অবস্থান খুবই স্পষ্ট এবং তারা এই সমস্যার দ্রুত সমাধান চায়। একই সঙ্গে তিনি বলেন, ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়। আলাস্কার বৈঠকে পর রাশিয়ায় তার সফরের আলোচনায় দুই পক্ষের বার্ষিক দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছিল।