শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

কারা অধিদপ্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:৪১ এএম

কারা অধিদপ্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

ছবি - সংগৃহীত

কারা অধিদপ্তরের ১৭তম গ্রেডে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় মোট ২৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠানের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. তানভীর হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ১৪ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারী প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষার ভিত্তিতে সাময়িকভাবে এই ২৬ জনকে নির্বাচিত করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর কারা অধিদপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

চূড়ান্ত নিয়োগের আগে নির্বাচিত প্রার্থীদের সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি, দুর্নীতি, সনদ জালিয়াতি বা অসত্য তথ্য প্রমাণিত হয়, তবে তার সাময়িক নির্বাচন বাতিল করা হবে।

ক্ষেত্রবিশেষে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি চাকরির পর এমন কোনো অযোগ্যতা প্রমাণিত হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবশেষে স্বাস্থ্য পরীক্ষার পর নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত নিয়োগ দেবে।