শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আটক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৫, ১১:৩৪ এএম

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আটক

ছবি- সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধান বিচারপতিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে তার ধানমন্ডি এলাকার বাসা থেকে আটক করে। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সকাল দশটায় এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছে। তবে তাকে ঠিক কোন মামলায় আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

মি. হক দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি এবং আইন কমিশনের সাবেক চেয়ারম্যান। গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের পতনের পর তার বিরুদ্ধে দুটি মামলা হয়।

এর মধ্যে গত ২৭শে আগস্ট রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন একটি মামলা করেন শাহবাগ থানায়।

আরেকটি মামলা নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা হয়েছে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে।

মি. হক ২০১০ সালের পহেলা অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ই মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালের জুলাইয়ে তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে গত ১৩ই আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন বিচারপতি এ বি এম খায়রুল হক।