আগস্ট ১৬, ২০২৫, ০১:১২ পিএম
১৬ আগস্ট, ২০২৫ - রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় তা স্বীকার করে নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, চাঁদাবাজ যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
শনিবার সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় একজন সাংবাদিক তাকে অন্য একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এই নীরবতা বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।
চাঁদাবাজির পাশাপাশি নির্বাচন প্রসঙ্গেও কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, প্রধান উপদেষ্টা যে তারিখে নির্বাচন ঘোষণা করেছেন, সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মতে, জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ক্ষমতা জনগণের হাতে এবং জনগণ চাইলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলেও তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।
উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা বলে আসছেন। তবে একজন উচ্চপদস্থ উপদেষ্টাকে নিয়ে সরাসরি অভিযোগের মুখে তার নীরবতা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।