শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনায় এনসিপির নিন্দা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:১৩ এএম

নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনায় এনসিপির নিন্দা

ছবি - সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে 'ইমাম মাহদি' দাবি করা নুরুল হক ওরফে 'নুরাল পাগলা'-র মাজারে হামলা এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শুক্রবার দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

এনসিপি এই ঘটনায় প্রশাসনের ব্যর্থতা এবং বিএনপি ও জামায়াতের 'সংশ্লিষ্টতার' বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ীতে মাজার ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতা ফুটে উঠেছে। 'ঈমান-আকিদা রক্ষা কমিটি'-র ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে এই হামলা চালানো হয়েছে বলে এনসিপি উল্লেখ করে। তাদের অভিযোগ, এই কমিটি বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ এবং আলেম-সমাজের সমন্বয়ে গঠিত।

এনসিপি জানায়, কমিটি নুরুল হকের কবরকে 'শরিয়ত পরিপন্থী' বলে অভিযোগ করে বিক্ষোভের ঘোষণা দিয়েছিল। সহিংসতার আশঙ্কা থাকা সত্ত্বেও প্রশাসন এই বিষয়টি সমাধানে ব্যর্থ হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, "এই ধরণের বর্বর ঘটনা শুধু ফৌজদারি অপরাধই নয়, বরং আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধেরও পরিপন্থী।" এনসিপি এই 'মব সন্ত্রাসের' বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

এছাড়াও, এনসিপি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে যে, কিছু গোষ্ঠী নানাভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা এই ঘটনাকে 'ফ্যাসিবাদী শক্তি'র ফিরে আসার একটি সুযোগ হিসেবে দেখছে এবং অন্তর্বর্তী সরকারকে এই ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনদাতাদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।