রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

পাঁচ দফা দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:৩২ পিএম

পাঁচ দফা দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

ছবি - সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই সনদের বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক।

ঘোষিত কর্মসূচি:

  • ১৮ সেপ্টেম্বর: ঢাকায় বিক্ষোভ মিছিল।

  • ১৯ সেপ্টেম্বর: দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ।

  • ২৬ সেপ্টেম্বর: সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।

পাঁচ দফা দাবি: ১. জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন। ২. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ। ৩. আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি। ৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। ৫. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক বলেন, এসব দাবিতে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। তবে জুলাই সনদের আইনিভিত্তিসহ বিভিন্ন দাবিতে ফ্যাসিবাদবিরোধী অধিকাংশ দলই একমত। তিনি আশা করেন, সবাই যার যার অবস্থান থেকে মাঠে নামবে।

মামুনুল হক অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে কোনো উদ্যোগ নিচ্ছে না। এছাড়া, উচ্চকক্ষের বিষয়ে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হলেও বিএনপি এতে 'নোট অব ডিসেন্ট' দিয়েছে, যা তিনি 'রাষ্ট্রস্বার্থ বিরোধী অবস্থান' বলে অভিহিত করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।