সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ মসজিদুল হারামের লাইব্রেরি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৬, ২০২৫, ১২:২৪ পিএম

সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ মসজিদুল হারামের লাইব্রেরি

ছবি- সংগৃহীত

ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ সৌদি সরকারের একটি চলমান প্রক্রিয়া। এই বিশাল স্থাপনার দ্বিতীয় সম্প্রসারণ অংশে অবস্থিত লাইব্রেরিটি জ্ঞান অন্বেষণকারী, গবেষক এবং ইবাদতকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি, এই লাইব্রেরিটিকে আরও আধুনিক এবং উন্নত করার লক্ষ্যে সংস্কার কাজের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো মসজিদুল হারামে আগতদের জন্য আরও ভালো সুযোগ-সুবিধা তৈরি করা।

মক্কার মসজিদুল হারামের লাইব্রেরি সংস্কার ও সম্প্রসারণের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের ধর্মবিষয়ক প্রেসিডেন্সির তত্ত্বাবধানে এই লাইব্রেরিটি, যা মসজিদুল হারামের দ্বিতীয় সম্প্রসারণ অংশে অবস্থিত, তাৎক্ষণিকভাবে সকল দর্শনার্থীর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত সেবা প্রদান এবং লাইব্রেরির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংস্কার প্রকল্পের অধীনে লাইব্রেরির গঠনগত পরিবর্তন, আধুনিক পাঠকক্ষ তৈরি, ডিজিটাল আর্কাইভ সম্প্রসারণ এবং সহজলভ্যতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

হারামাইন প্রকাশিত ছবিতে দেখা গেছে, লাইব্রেরির অভ্যন্তরে সংস্কার কার্যক্রম পুরোদমে চলছে। এই লাইব্রেরিটি গবেষণাকারী এবং ইবাদতকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। তাই এই সংস্কারের মাধ্যমে লাইব্রেরিটিকে আরও উপযোগী করে তোলা হবে বলে আশা করা হচ্ছে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ কর্তৃপক্ষের সমন্বয়ে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। মদিনার মসজিদে নববীর লাইব্রেরি আপাতত বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া, প্রেসিডেন্সির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে অনলাইনেও সেবা চালু থাকবে, যাতে জ্ঞান অন্বেষণকারীরা উপকৃত হতে পারেন।

লাইব্রেরিটি কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের অগ্রগতি সাপেক্ষে এ বিষয়ে নতুন তথ্য শিগগিরই জানানো হবে।