সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

এক মাসে মসজিদুল হারাম ও নববীতে ৬ কোটি মুসল্লির আগমন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ১১:২০ পিএম

এক মাসে মসজিদুল হারাম ও নববীতে ৬ কোটি মুসল্লির আগমন

ছবি- সংগৃহীত

মক্কা ও মদিনার দুটি পবিত্র মসজিদ হলো মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে ইবাদত ও জিয়ারতের জন্য আসেন। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে মুহাররম মাসে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত মুসল্লিদের সংখ্যা তুলে ধরা হয়েছে। এই বিশাল সংখ্যক মুসল্লির আগমন মুসলিম বিশ্বের ধর্মীয় আবেগ ও গভীর বিশ্বাসকে প্রতিফলিত করে।

সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, গত এক মাসে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে মোট ৬ কোটিরও বেশি মুসল্লি আগমন করেছেন। এটি হিজরি ১৪৪৭ সালের মুহাররম মাসের পরিসংখ্যান।

  • মসজিদুল হারাম (মক্কা): এই পবিত্র মসজিদে আগমন করেছেন ২ কোটি ৭৫ লাখ ৩১ হাজার ৫৯৯ জন মুসল্লি। এদের মধ্যে ৪৮ হাজারেরও বেশি মুসল্লি হাতিম এলাকায় নামাজ আদায় করার সুযোগ পেয়েছেন। এই এক মাসে উমরাহ পালনকারীর সংখ্যা ৭৮ লাখ ৫৭ হাজার ২৭০ জন।

  • মসজিদে নববী (মদিনা): মসজিদে নববীতে মোট ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ২০০ জন মুসল্লি আগমন করেছেন। এর মধ্যে ১১ লাখ ২২ হাজার ৩৬৮ জন রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন। এছাড়া, ২১ লাখেরও বেশি মানুষ নবী হযরত মুহাম্মদ (সা.), হযরত আবু বকর (রা.) এবং হযরত ওমর (রা.)-এর রওজা জিয়ারত করেছেন।

হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, জিয়ারতকারীদের সব ধরনের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।