শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

শ্রীলঙ্কাকে হারালেই সুপার ফোরে বাংলাদেশ, বললেন ওয়াসিম জাফর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:৫৮ পিএম

শ্রীলঙ্কাকে হারালেই সুপার ফোরে বাংলাদেশ, বললেন ওয়াসিম জাফর

ছবি - সংগৃহীত

হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। দুই দলের সাম্প্রতিক লড়াইগুলো বেশ রোমাঞ্চকর হয়েছে, যা ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকে শুরু হয়েছে।

ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করেন, এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেবে। তিনি বলেন, “আমার মনে হয় নিশ্চিতভাবে এটা (সূচি) বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। তারা একটা জয় পেয়েছে, কন্ডিশনও একটু বেশ চিনেছে। ম্যাচটা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের জন্য সহজ হবে।”

যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে পরিসংখ্যানের দিক থেকে শ্রীলঙ্কা এগিয়ে, তবুও ওয়াসিম জাফর মনে করেন, বাংলাদেশ তাদের সাম্প্রতিক ফর্মের কারণে সুবিধাজনক অবস্থানে আছে। গত জুলাইয়ে শ্রীলঙ্কা থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে আসার পরও তিনি এটিকে একটি 'আপসেট' হিসেবে ইঙ্গিত করেছেন। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার অন্যতম দাবিদার।

ওয়াসিম জাফর বলেন, “আমার মনে হয় আপনি কখনই বাংলাদেশকে সুপার ফোরের হিসেবের বাইরে ফেলে দিতে পারবেন না। একটু আগে যেটা বললাম তারা একটা ম্যাচ খেলেছে, কন্ডিশন সম্পর্কেও ধারণা পেয়েছে। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে। ওই ম্যাচে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে তারা সুপার ফোরে যেতে পারে।”