মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

নানামুখী সক্ষমতায় এশিয়া কাপের দলে সাইফ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৫:৩০ পিএম

নানামুখী সক্ষমতায় এশিয়া কাপের দলে সাইফ

ছবি- সংগৃহীত

দীর্ঘ সময় পর বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। কেন তাকে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান, সাইফকে তার বহুমুখী সক্ষমতার জন্যই দলে নেওয়া হয়েছে।

 শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “আমরা এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা করেছি। কোচ এবং অধিনায়ক নির্বাচকদের সঙ্গে ছিলেন। আমরা এমন একজন খেলোয়াড় খুঁজছিলাম যিনি উপরের দিকে বোলিং করতে পারবেন। তিনি সেই প্রয়োজন মেটাতে পারবেন।”

তিনি আরও বলেন, “আমাদের একজন খেলোয়াড় দরকার ছিল যিনি তিন, চার, এমনকি ওপেনিং পজিশনেও খেলতে পারেন। সেই বিবেচনায় আমাদের সাইফের দিকে নজর ছিল। দলের কোনো পরিস্থিতিতে যদি প্রয়োজন হয়, তবে সে ওপেন করার সক্ষমতাও রাখে। আমরা এমন মাল্টিপল প্লেসে এড্রেস করার মতো খেলোয়াড় বেশি খুঁজছি।”

২০২৩ সালের এশিয়ান গেমসে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন সাইফ হাসান। এরপর তিনি দলের বাইরে ছিলেন। তবে সম্প্রতি 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে তিনি ব্যাট ও বল হাতে দারুণ পারফর্ম করেছেন। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এসব পারফরম্যান্সের সুবাদেই তিনি এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন।