বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

আজ ফের নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ১০:০৮ এএম

আজ ফের নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা

ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপার দৌড়ে টিকে থাকতে আজ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। টুর্নামেন্টের প্রথম পর্বে নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে এবার পরিস্থিতি ভিন্ন, কারণ শিরোপা জয়ের লক্ষ্যে জয় ছাড়া কোনো বিকল্প নেই লাল-সবুজ জার্সিধারীদের সামনে।

টুর্নামেন্টে এবার মাত্র চারটি দল অংশ নিচ্ছে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের অনুপস্থিতিতে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান ডাবল লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুইবার করে খেলছে। প্রথম লেগের খেলা শেষ হয়েছে, যেখানে তিন ম্যাচের সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। অন্যদিকে, বাংলাদেশের সংগ্রহ দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ভারত তাদের প্রথম লেগে নেপালকে ৭-০, বাংলাদেশকে ২-০ এবং ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে, যা তাদের শক্তিশালী অবস্থান প্রমাণ করে।

রিপোর্টারের ভয়েস থেকে জানা গেছে, বাংলাদেশের মেয়েরা প্রথম লেগের খেলায় ভুটানকে ৩-১ এবং নেপালকে ৩-০ গোলে হারিয়েছে। একমাত্র পরাজয়টি আসে ভারতের বিপক্ষে। এই ম্যাচটি ছিল বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা। দলের সহকারী কোচ আবুল হোসাইন থিম্পু থেকে এক ভিডিও বার্তায় বলেছেন, "প্রথম লেগে আশানুরূপ খেলতে পারেনি মেয়েরা। আমাদের লক্ষ্য দ্বিতীয় লেগের সবকটি ম্যাচ জিতে শিরোপা অর্জনের দিকে এগিয়ে যাওয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এই টুর্নামেন্টে ভারত ও বাংলাদেশ দুই দলই শিরোপা জয়ের লক্ষ্যে এসেছে। যদিও বর্তমানে ভারত পয়েন্টের দিক থেকে অনেক এগিয়ে আছে। ফিরতি দেখায় ভারতকে হারাতে পারলেও গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণে তাদেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। তবুও, বাংলাদেশের মেয়েরা হাল ছাড়তে রাজি নয়। সহকারী কোচ মাহমুদা আক্তার জানান, "প্রথম তিনটি ম্যাচ ভালোভালে শেষ করেছি আমরা। ছোটখাটো যে ভুলগুলো ছিল, তা শুধরে নিয়েছে মেয়েরা। পরবর্তী সময়ে যেন সেই ভুলগুলো আর না হয়, সেই চেষ্টা থাকবে অর্পিতাদের।"

আজকের ম্যাচে নেপালকে হারানোর মাধ্যমে বাংলাদেশ তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। এই জয় তাদের মনোবল বাড়াতে সাহায্য করবে এবং টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত শিরোপা লড়াইয়ে টিকে থাকার সুযোগ দেবে। অন্যদিকে, নেপালও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং বাংলাদেশের বিপক্ষে একটি সম্মানজনক ফল অর্জন করতে চাইবে। সব মিলিয়ে, আজকের ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে।