বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

মেসির ঝলকে ফাইনালে মায়ামি, নতুন ইতিহাস গড়ার পথে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ১০:৫৩ এএম

মেসির ঝলকে ফাইনালে মায়ামি, নতুন ইতিহাস গড়ার পথে

ছবি- সংগৃহীত

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আবারও শিরোপার স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন এই তারকার জোড়া গোলে তারা অরল্যান্ডো সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে লিগস কাপের ফাইনালে পৌঁছে গেছে। এটি মেসির নেতৃত্বে ইন্টার মায়ামির প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনাল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে আতিথ্য দেয় ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতেই সফরকারী দল অরল্যান্ডো লিড নিলেও, পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মায়ামি। মেসির দুই গোলের পাশাপাশি তেলাস্কো সেগোভিয়ার এক গোলে জয় নিশ্চিত করে ফ্লোরিডার এই ক্লাবটি।

ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ৪৫+১ মিনিটে মার্কো পাসালিচ অরল্যান্ডোকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধের ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান মেসি। এর আগে, ৭৫ মিনিটে অরল্যান্ডো সিটির ডেভিড ব্রেকালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে তারা দশজনের দলে পরিণত হয়, যা মায়ামিকে সুবিধা এনে দেয়।

মেসি ম্যাচের ভাগ্য পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নেন ৮৮ মিনিটে। সতীর্থ জর্ডি আলবার সঙ্গে বল বিনিময় করে তিনি অসাধারণ নৈপুণ্যে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন, যা দলকে ২-১ গোলে এগিয়ে দেয়। এরপর ৯০+১ মিনিটে সেগোভিয়ার গোলে মায়ামির ব্যবধান আরও বেড়ে যায়।

এই জয়ের মধ্য দিয়ে ইন্টার মায়ামি শুধু লিগস কাপের ফাইনালই নয়, ২০২৬ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও নিজেদের জায়গা নিশ্চিত করেছে। আগামী ৩১ আগস্ট লিগস কাপের ফাইনালে মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ হবে এলএ গ্যালাক্সি কিংবা সিয়েটল সাউন্ডার্স এফসি।