বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বিজেপি নেতার কটাক্ষের শিকার জয়া আহসান

বিনোদন ডেস্ক

জুলাই ২২, ২০২৫, ১২:৫০ পিএম

বিজেপি নেতার কটাক্ষের শিকার জয়া আহসান

ছবি- সংগৃহীত

 

সম্প্রতি মুক্তি পাওয়া জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘ডিয়ার মা’-এর প্রচারে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যেই তাকে নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। শমীক জয়াকে উদ্দেশ্য করে বলেছেন যে তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে নীরব।

শমীক ভট্টাচার্য প্রশ্ন তোলেন, জয়া আহসান দীর্ঘদিন ধরে কলকাতায় থাকলেও তিনি একবারও বাংলাদেশে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কিনা। তার দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে এবং এ বিষয়ে জয়া নীরব। এমনকি অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ব্যঙ্গের সুরেই সাংবাদিকদের বলেন, “জয়া আহসান বলে এক অভিনেত্রী আছেন। একদম সামনে। মঞ্চ আলো করে! বড় মাপের অভিনেত্রী। তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু একবারও কি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, অন্যায় হচ্ছে?”

এই মন্তব্যের বিষয়ে জয়া আহসান এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। তিনি বর্তমানে তার নতুন সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন।