শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

তানজিন তিশাকে ঘিরেই গল্প কলকাতার সেই সিনেমার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৫, ০৬:৪৬ পিএম

তানজিন তিশাকে ঘিরেই গল্প কলকাতার সেই সিনেমার

ছবি- সংগৃহীত

বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা দীর্ঘদিন ধরেই সিনেমার প্রস্তাব পেয়ে আসছিলেন, কিন্তু পছন্দসই গল্প না পাওয়ায় তিনি বরাবরই সেই প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছেন। অবশেষে তার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ছোটপর্দা থেকে বড়পর্দায় তার অভিষেক হতে যাচ্ছে, তবে ঢালিউডে নয়, ওপার বাংলার টলিউডে। এটি তার ভক্তদের জন্য একটি বড় খবর।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে রুপালি পর্দায় নাম লেখাতে চলেছেন। তবে ঢালিউডে নয়, তার অভিষেক হতে চলেছে কলকাতার টলিউড সিনেমায়। পরিচালক এম এন রাজের পরিচালনায় 'ভালোবাসার মৌসুম' নামের এই সিনেমাটির মূল চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে।


পরিচালক এম এন রাজ জানান, এটি একটি রোমান্টিক প্রেমের সিনেমা, যেখানে সম্পর্কের গল্প, বন্ধুত্বের গল্প এবং পরিবারের গল্প থাকবে। তবে সিনেমার মূল কাস্টিংই হচ্ছে তানজিন তিশা। পরিচালক বলেন, "পুরো সিনেমার গল্প ঘিরে শেষ পর্যন্ত সেই রয়েছে।"

এই সিনেমায় তানজিন তিশার সঙ্গে অভিনয় করবেন বলিউডের বিখ্যাত 'থ্রি ইডিয়টস' অভিনেতা শারমান জোশি। এটি তার প্রথম বাংলা সিনেমা হতে চলেছে। পরিচালক জানান, "যেহেতু তিশাকে ঘিরেই গল্প, এখানে শারমান ও (প্রস্তাবিত) খাইরুল বাসার দুজনের সঙ্গেই তার রসায়ন থাকবে।"

প্রসঙ্গত, এই সিনেমায় বাংলাদেশের ছোটপর্দার অভিনেতা খাইরুল বাসারেরও অভিনয় করার কথা ছিল। তবে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, শিডিউল জটিলতার কারণে তিনি সিনেমাটিতে অভিনয় করতে পারছেন না।



 

পরিচালক আরও জানান, "এই সিনেমাটির জন্য তিশার সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। সে অনেক দিন আগে কলকাতায় এসেছিল, তখনই গল্প শুনেছে। আমরা এগুলো নিয়ে এগোচ্ছিলাম। এবার বাংলাদেশে গিয়ে কিছু দিন আগে সাইনিং করে এলাম।"

'ভালোবাসার মৌসুম' সিনেমার শুটিং আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে শুরু হবে এবং টানা ২৩ দিন চলবে। এরপর অক্টোবরে মুর্শিদাবাদে শুটিং করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।