শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

অবশেষে মুক্তি পেল দেব-শুভশ্রীর বহুল আকাঙ্ক্ষিত ‘ধূমকেতু’

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৫, ১১:০১ এএম

অবশেষে মুক্তি পেল দেব-শুভশ্রীর বহুল আকাঙ্ক্ষিত ‘ধূমকেতু’

ছবি- সংগৃহীত

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর অবশেষে আজ মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত বহুল আকাঙ্ক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। ২০০৯ সাল থেকে এই জুটি বাংলা সিনেমার দর্শকদের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছে। তাদের রসায়ন একসময় ভেঙে গেলেও, এই সিনেমার মাধ্যমে তারা আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

২০১৫ সালের অক্টোবর মাসে ‘ধূমকেতু’ সিনেমার শুটিং শুরু হলেও নানা জটিলতার কারণে এটি মুক্তি পায়নি। তবে এই দীর্ঘ সময়েও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি। এর প্রমান মিলেছে সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে।

সিনেমাটি মুক্তির আগে দেব এবং শুভশ্রী নৈহাটির জাগ্রত দেবী বড়মার মন্দিরে আশীর্বাদ নিতে যান। এই মন্দিরে তাদের একসঙ্গে উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তারা একসঙ্গে লাল পোশাকে ধরা দেন এবং পাশাপাশি বসে মায়ের পূজা করেন।

মন্দিরে দেব ও শুভশ্রীর একসঙ্গে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাদের একসঙ্গে হাসতে ও কথা বলতে দেখা যায়। মন্দিরের ছাদে উঠে তারা ভক্তদের সঙ্গেও দেখা করেন। সবচেয়ে বড় চমক ছিল যখন ভিড়ের মধ্যে দেব শুভশ্রীকে আগলে ধরে গাড়িতে তুলে দেন এবং একই গাড়িতে উঠে পড়েন। তাদের এই মধুর মুহূর্ত দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন।

‘ধূমকেতু’ সিনেমার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তও তাদের সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে, সিনেমাটি মুক্তির আগেই এক নতুন উন্মাদনা তৈরি হয়েছে। ভক্তরা আশা করছেন, এই জুটির প্রত্যাবর্তন বক্স অফিসে দারুণ সাফল্য আনবে।