রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সেই প্রতারিত গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ১২:০২ পিএম

সেই প্রতারিত গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

ছবি- সংগৃহীত

গত ঈদুল আজহার আগে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে নাটোরের এক বৃদ্ধ গরু বিক্রেতা রইস উদ্দিন জাল টাকার প্রতারণার শিকার হন। তার কান্নাভেজা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দেশজুড়ে অসংখ্য মানুষ তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং সহায়তার হাত বাড়িয়ে দেন। এই মানবিক সাড়ার অংশ হিসেবে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এগিয়ে আসেন এবং তাকে পবিত্র ওমরাহ পালনে সহায়তা করার ঘোষণা দেন।




 কোরবানির পশুর হাটে জাল টাকার প্রতারণার শিকার হয়ে দেশজুড়ে আলোচনায় আসা রইস উদ্দিনকে ওমরাহ পালনে পাঠালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মানবিক এই উদ্যোগে অপু বিশ্বাসের আর্থিক সহায়তায় শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় রইস উদ্দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।

শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংস্থা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। ফাউন্ডেশন জানায়, "এই মানবিক উদ্যোগে সাড়া দিতে আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি আমাদের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবেন বলে জানান।"

উল্লেখ্য, গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা রইস উদ্দিন উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের লালন-পালিত একটি গরু বিক্রি করতে আসেন। এক ক্রেতা তাকে এক লাখ ২৩ হাজার টাকা দেন, যার মধ্যে এক লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। এই নির্মম প্রতারণার শিকার হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তার সেই বোবা কান্না এবং অসহায়ত্বের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী মানবিক সাড়া জাগায়।

রইস উদ্দিনের এই দুর্দশার খবর বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়। এই সময়ে অপু বিশ্বাসও তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন এবং ওমরাহ পালনের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। অপু বিশ্বাসের এই উদ্যোগকে নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে তার সামাজিক কাজের জন্য পরিচিত। এর আগেও তিনি বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনাটি তার মানবিক চেতনার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।