বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

চ্যাম্পিয়নস লিগ ড্র: বদলে যাওয়া নিয়ম, কখন ও কোথায় দেখবেন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ০২:৪৯ পিএম

চ্যাম্পিয়নস লিগ ড্র: বদলে যাওয়া নিয়ম, কখন ও কোথায় দেখবেন

ছবি- সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ তার নতুন ফরম্যাটের দ্বিতীয় মৌসুম শুরু করতে যাচ্ছে। গত মৌসুমে ৩৬ দলের এই নতুন কাঠামোতে প্রথমবার শিরোপা জিতেছিল ফরাসি ক্লাব পিএসজি। আগামী সেপ্টেম্বরে এই আসরের লিগ পর্বের খেলা মাঠে গড়াবে। তবে তার আগেই শুরু হচ্ছে ড্র-এর ডামাডোল। প্লে-অফ পর্ব শেষ হওয়ার পর এবার লিগ পর্বের জন্য দলগুলোর ভাগ্য নির্ধারিত হবে।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ১০টায় মোনাকোতে এই ড্র অনুষ্ঠিত হবে।

পুরোনো গ্রুপ পর্বের পরিবর্তে এবার প্রতিটি দল লিগ পর্বে খেলবে আলাদা আটটি দলের বিপক্ষে। ড্রয়ের মাধ্যমে প্রতিটি দল কোন আটটি ক্লাবের সঙ্গে খেলবে তা নির্ধারিত হবে। উয়েফার কো-এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৩৬টি দলকে চারটি ভাগে (পট) ভাগ করা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি থাকছে এক নম্বর পটে।

ড্রয়ের প্রক্রিয়াটি হবে বিশেষভাবে:

  • প্রথমে প্রথম পট থেকে একটি দলের নাম ম্যানুয়ালি তোলা হবে।

  • বিশেষ সফটওয়্যার তাৎক্ষণিক জানিয়ে দেবে সেই দলের প্রতিপক্ষ কোন আটটি ক্লাব হবে। একইসাথে ‘হোম’ ও ‘অ্যাওয়ে’ ম্যাচও নির্ধারিত হবে।

  • প্রথম পটের নয়টি দলের প্রতিপক্ষ নির্ধারিত হওয়ার পর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পটের দলগুলোর জন্য একইভাবে প্রতিপক্ষ নির্ধারণ করা হবে।

  • প্রতিটি পট থেকে একটি দল দুইটি করে প্রতিপক্ষ পাবে।

  • একই দেশের ক্লাবগুলো একে অপরের মুখোমুখি হবে না।

  • একটি দল অন্য কোনো দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।

এবারের আসরে ২৮টি ক্লাব সরাসরি জায়গা পেয়েছে, এবং বাকি ৭টি ক্লাব এসেছে বাছাইপর্ব থেকে। গত মৌসুমে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হওয়ায় টটেনহাম হটস্পারও সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের এই ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে উয়েফার অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।