সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:৩৪ এএম
২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ১৭তম ম্যাচে চিলির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। ঘরের মাঠ মারাকানায় অনুষ্ঠিত এই ম্যাচে নেইমার-ভিনিসিয়ুস-রদ্রিগো'র মতো তারকাদের অনুপস্থিতিতেও সেলেসাওরা ৩-০ গোলে চিলিকে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে কোচ কার্লো আনচেলত্তির অধীনে টানা তৃতীয় ম্যাচে জালের সুরক্ষা বজায় রাখল ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে এস্তেভাওয়ের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ৬৫ শতাংশ বলের দখল রেখে মোট ২২টি শট নেয় তারা, যার ৮টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে চিলি মাত্র ৩টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি। এ পরিসংখ্যান থেকেই বোঝা যায়, ম্যাচটি কতটা একপাক্ষিক ছিল। খেলার ৩৮ মিনিটে এস্তেভাও ডিফেন্ডারদের কাটিয়ে অবিশ্বাস্য এক বাইসাইকেল শটে ব্রাজিলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধেও গোলের নেশায় মত্ত ছিল ব্রাজিল। ৭২ মিনিটে লুইজ হেনরিকের সহায়তায় হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন পাকেতা এবং এর কিছুক্ষণ পরেই তৃতীয় গোলটি করেন ব্রুনো গিমারেস।
এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। শীর্ষে আছে আর্জেন্টিনা ৩৮ পয়েন্ট নিয়ে। এই ম্যাচটিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখেছেন এবং উদীয়মান খেলোয়াড়দের পারফরম্যান্স তাকে সন্তুষ্ট করেছে।