বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

হোয়াটসঅ্যাপে পুলিশ পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকুন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ১০:১৫ এএম

হোয়াটসঅ্যাপে পুলিশ পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকুন

ছবি- সংগৃহীত

হোয়াটসঅ্যাপে পুলিশ পরিচয়ে ফোন করে প্রতারক চক্র একটি নতুন ফাঁদ পেতেছে। তারা ব্যবহারকারীদের মোবাইল ফোন নিয়ন্ত্রণ নিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। ঝিনাইদহসহ সারাদেশেই এ ধরনের ঘটনা ঘটছে। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের কাছে এমন একটি ফোন আসার পর তিনি বিষয়টি পুলিশকে জানান।

 প্রতারক চক্র প্রথমে হোয়াটসঅ্যাপে কল দিয়ে নিজেদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বা পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। তারা জানায়, ব্যবহারকারীর নম্বর ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, যেমন: পুলিশ কর্মকর্তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। এরপর তারা হোয়াটসঅ্যাপ সেটআপ করে দেওয়ার কথা বলে ব্যবহারকারীর ফোনের অ্যাক্সেস নিয়ে নেয়

আসিফ কাজলের অভিযোগের পর ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবার সেল জানায়, এটি একটি প্রতারক চক্র এবং তাদের অবস্থান রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। তারা জানায়, এই চক্রটি সারাদেশে সক্রিয়ভাবে প্রতারণা চালিয়ে যাচ্ছে। ঝিনাইদহ সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ও একজন কাপড় ব্যবসায়ীও এই প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, "প্রযুক্তি প্রসারের সঙ্গে সঙ্গে প্রতারক চক্রও সক্রিয় হয়েছে।" তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জেলা পুলিশ ও সাইবার সেল নিয়মিতভাবে প্রতারকদের ধরতে অভিযান পরিচালনা করছে।