দিনাজপুরের বিরামপুরে বিরল প্রজাতির গিলালতা গাছের সন্ধান
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের জোতমাধব শালবনে একটি বিরল প্রজাতির গিলালতা গাছের সন্ধান পাওয়া গেছে, যা এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দূর থেকে এই গাছটি দেখলে মনে হবে যেন প্রকৃতির এক বিশাল সবুজ ঢেউ আছড়ে পড়েছে বনের ওপর।
জোতমাধব গ্রামের নলকূপ মিস্ত্রি জালাল উদ্দিনের হাত ধরে এই গাছের আগমন।