বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

ট্রাম্পের হাতে বিশ্বকাপ ট্রফি: ‘ফেরত দেব না’

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ১২:৩৯ পিএম

ট্রাম্পের হাতে বিশ্বকাপ ট্রফি: ‘ফেরত দেব না’

ছবি- সংগৃহীত

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের আগে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে ইনফান্তিনো ট্রাম্পকে ২০২৬ বিশ্বকাপের আসল ট্রফি উপহার দেন। ট্রফি হাতে নিয়ে ট্রাম্প রসিকতা করে বলেন, “আমি এটা রেখে দিতে পারি? আমার মনে হয় না আমি এটা ফেরত দেব।”

ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত এই বৈঠকে ইনফান্তিনো ট্রাম্পকে বলেন, "এটা কেবল বিজয়ীদের জন্য। আপনি একজন বিজয়ী, তাই আপনি এটা ছুঁতে পারেন।" ট্রফিটি হাতে নিয়ে ট্রাম্প এটি তার অফিসে সাজিয়ে রাখার কথাও বলেন।

ফিফা প্রেসিডেন্ট ট্রাম্পকে ২০২৬ বিশ্বকাপের প্রথম টিকিটও উপহার দেন, যেখানে লেখা ছিল 'প্রথম সারি, প্রথম আসন'। টিকিটে নম্বর ছিল ৪৫/৪৭, যা ইঙ্গিত করছে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং সম্ভাব্য ৪৭তম প্রেসিডেন্ট।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো ৪৮টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে এবং ১৬টি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত। এর ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে।