সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:০৬ এএম
সম্প্রতি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রেক্ষাপটে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা বলেছেন যে, কাগজ-কলমের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। বরং ইতিহাস থেকে দেখা যায়, এ ধরনের দলগুলো আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। একটি টকশোতে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, "আপনি যদি ইতিহাসের দিকে তাকান, দেখবেন যে কাগজ আর কলম দিয়ে কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। রাজনৈতিক দল আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কাগজ-কলম দিয়ে নিষিদ্ধ হয় নাই।" তিনি আরও বলেন, সাময়িকভাবে নিষিদ্ধ করে আত্মতুষ্টি লাভ করা গেলেও, সেই দল পরবর্তীতে হাজার গুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে না এমন কোনো নিশ্চয়তা নেই।
তিনি আরও উল্লেখ করেন যে, দল নিষিদ্ধ করার পরিবর্তে জনগণের আদালতে ছেড়ে দিলে তার প্রকৃত শক্তি বোঝা যেত। রুমিন ফারহানা বলেন, "যদি আজকে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন, আসো নির্বাচন পারলে করো কোনো অসুবিধা নাই, তাহলে কয়টাতে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিতো? আর যদি প্রার্থী কাউকে দিতো, সেই প্রার্থী এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারতো? পারতো না।"
তার মতে, যদি ড. ইউনূসের সরকার প্রমাণ করতে পারত যে তাদের শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে ভালো ছিল, তাহলে আওয়ামী লীগের কোনো আসনে প্রার্থী দেওয়ার সাহস থাকত না। তিনি বলেন, ড. ইউনূসের সরকারের ব্যর্থতার কারণেই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মাঠে থাকার সুযোগ পাচ্ছে।