আগস্ট ২৩, ২০২৫, ০১:২৮ পিএম
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কার্যক্রমে হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বোর্ড বদলালেও তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আগের মতোই রয়েছে এবং কোনো প্রকৃত পরিবর্তন আসেনি।
গত বছরের আগস্টে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিলেও সুজন মনে করেন, কাজের ধরনে কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, "সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি নতুন কিছু দেখছি না। মনে হচ্ছে এখনো পাপন ভাইয়ের আমলের মতোই চলছে।"
সুজন বলেন, কোচ বা কিউরেটরের পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের প্রকৃত কাঠামোগত উন্নয়ন কোথায়? তিনি আরও বলেন, “এক বছরে তো নতুন কোনো ইনডোর সুবিধা বা মাঠ তৈরির প্রস্তাব আমি শুনিনি। পূর্বাচলের মাঠও এখনো তৈরি হয়নি। শুধু মাঠ পরিদর্শন করা, বয়সভিত্তিক টুর্নামেন্ট করা বা ২৫ বছর উদযাপন করে উন্নতি আসবে না। এগুলো আসল কাজ নয়।”
সুজন বাংলাদেশ ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা কি ক্রিকেট বিকেন্দ্রীকরণের কোনো উদ্যোগ নিয়েছি?” তিনি পরামর্শ দেন যে, অ্যাডহক কমিটির মাধ্যমে হলেও চট্টগ্রামে আকরাম খান, রাজশাহীতে পাইলট, বরিশালে শাহরিয়ার নাফীসের মতো সাবেক ক্রিকেটারদের দায়িত্ব দেওয়া যেতে পারত। তার মতে, অন্তত এক-দুটি প্রকল্প হাতে নিয়ে বিকেন্দ্রীকরণ শুরু করা যেত, কিন্তু কিছুই হয়নি।
যদিও বিসিবি প্রতিটি বিভাগীয় শহরে মিনি বিসিবি খোলার উদ্যোগ নিয়েছে এবং নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ লক্ষ্যে বিভাগগুলো সফরও করেছেন।